স্কলারশিপ সংক্রান্ত বিষয়ে জানতে অফিসে যোগাযোগ করো :
****স্বামী বিবেকানন্দ/ SVMCM 4.0 স্কলারশিপ ফর্ম আপলোড করা সমস্ত ডকুমেন্টস্ সহ জমা করা যাবে।***
ছাত্রীকে BDO অফিসে ভেরিফিকেশনে যাবার সময় সঙ্গে যা যা নিয়ে যেতে হবে তা নিম্নরূপ--
1. পঞ্চায়েতের আনম্যারেড সার্টিফিকেটটির জেরক্স/ অরিজিনাল । আনমেরিড সার্টিফিকেটের অরিজিনাল কপিটি ফর্মের সাথে কলেজেই থাকবে।
2. ব্যাংক একাউন্টের জেরক্স
3. আধার কার্ডের জেরক্স
4. কলেজে পড়ছে এই মর্মে শংসাপত্র অথবা কলেজ এডমিশনের রশিদের জেরক্স।
***প্রথম সেমেষ্টারের (২০২৪-২০২৫) ছাত্রীদের জানানো যাচ্ছে যে তাদের ট্রান্সফার করা কন্যাশ্রী আই. ডি জমা নিয়ে ফর্ম দেওয়া হবে কলেজ অফিস হইতে নিম্ন লিখত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে (নোটিশ নংঃ ১৬৬/২০২৪ তারিখঃ- ২৩/০৯/২০২৪) অনুযায়ী ।***
প্রথম সেমেষ্টারের (২০২৪-২০২৫) ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে নোটিশ নং- ১৫৮/২০২৪ তারিখ- ১০/০৯/২০২৪ এর অনুযায়ী যারা ফ্রেস স্কলারশিপ ফর্ম অনলাইন ফিলাপ করছো তাদের সময় সীমা বর্ধিত হয়ে আগামী ২৯/১০/২০২৪ তারিখের মধ্যে কলেজ অফিসে এসে সহি করাবে ও জমা করবে। নতুবা ভেরিফিকেশন করা যাবে না।
Year wise Scholarship Enjoyed Report